টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে যুবককে হাতুড়িপেটা

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে যুবককে হাতুড়িপেটা
টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে যুবককে হাতুড়িপেটা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সুজিত বালা (৩৪) নামের এক যুবককে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। গত ৭ জানুয়ারি উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ভৈরবনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সুজিত বালা বর্তমানে গোপালগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এঘটনায় রবিবার (১২ জানুয়ারি) আহতের পিতা অনিল বালা বাদী হয়ে গোপালগঞ্জ আমলী আদালতে ৪ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, ভৈরবনগর গ্রামের মৃত খগেন বালার ছেলে গুরুচাদ বালা (৪৫), মৃত ঘটক বালার ছেলে নিতাই বালা (৫৬), তার ছেলে সবুজ বালা (২২) ও মৃত হরিচাঁদ বালার ছেলে রতন বালা (৩০)।

এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে উপজেলার ছোট ডুমুরিয়া মৌজার ৪০৪৮ নং দাগের ১২২৪ খতিয়ানের ৬০ শতাংশ জমি ক্রয় করে ভৈরবনগর গ্রামের অনিল বালা সহ মোট ৫ জন। তারপর থেকে যে যার জায়গা ভোগ করে আসছিল। কিন্তু প্রায় এক বছর আগে থেকে অনিল বালার ৯.১০ শতক জায়গা নিজেদের দাবি করছিলো ১০.৬৭ শতক করে জমির মালিক নিতাই বালা ও রতন বালা। তখন থেকে তাদের মধ্যে জমি জমা নিয়ে বিরোধ দেখা দেয়। পরে গত ৭ জানুয়ারি অনিলের ছেলে সবুজ তাদের জমিতে কাজ করতে গেলে লাঠি, লোহার রড ও হাতুড়ি পেটা করে জখম করে রতনের ভাই গুরুচান ও নিতাই।

আহত সুজিতের কাকাতো ভাই সাগর বালা বলেন, গুরু চান, নিতাই ও রতন এলাকায় ভূমিদস্যু হিসাবে পরিচিত। এরা কারো কাছ থেকে সামান্য জায়গা কিনে ঝামেলা পাকিয়ে ধীরে ধীরে সব জায়গা দখল করে। আমার কাকার জায়গা দখল করতে বাধা দেয়ায় এই হামলা করেছে। এছাড়া বিভিন্ন হুমকিও দিচ্ছে তারা।

স্থানীয় সুশীল বালা বলেন, দীর্ঘদিন ধরে যে যার জায়গা ভোগ দখল করে আসছে। কিন্তু হঠাৎ করে ওরা কয়েকজন জমি নিয়ে বিরোধ করে আসছে। এলাকায় শান্তি শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

এবিষয়ে অভিযুক্ত নিতাই বালা মারধরের কথা অস্বীকার করে বলেন, তারা আমাদের ফাঁসাতে এসব ঘটনা রটাচ্ছে। জায়গা নিয়ে আমাদের কোন বিরোধ হয়নি। যার জায়গা সেই ভোগ করছে।

টুঙ্গিপাড়া থানার ওসি মোঃ খোরশেদ আলম বলেন, এব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*