“ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ – ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার গোপালগঞ্জ শহরের হেলিপ্যাড সংলগ্ন জলাশয়ে দেশীয় সাদা মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ (৩০ জুলাই – ০৫ আগষ্ট) এর উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজহারুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) লুৎফুল কবির চন্দন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শেখ মো: রুহুল আমিন, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) মো: খালিদুজ্জামান এবং গোপালগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের অধ্যক্ষ মো: সাজদার রহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মো: জিল্লুর রহমান সহ জেলা কৃষক লীগ, মৎস্য লীগ, মৎস্য চাষী, মৎস্যজীবী, সদর উপজেলা কার্যালয় ও জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জেলা মৎস্য সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন চায়না জাল, শর্টলাইট, বিষ প্রভৃতি ধ্বংসাত্মক উপকরণ প্রয়োগের ফলে আশংকাজনক ভাবে দেশীয় প্রজাতির মাছ আজ বিলুপ্তির পথে। আমরা ইচ্ছে করলেই একটা নদী তৈরি করতে পারিনা, কিন্তু ধ্বংস করতে পারি। এরফলে, আমাদের ইকো সিস্টেম বাধাগ্রস্ত হচ্ছে। অসাধু চক্রের এ ধরণের নেতিবাচক ও ক্ষতিকর কর্মকান্ডের ফলে গোপালগঞ্জের ঐতিহ্য কই, শিং, মাগুর, ষোল, টেংরা, সরপুঁটি প্রভৃতি দেশীয় প্রজাতির মাছ মারাত্নক হুমকির মুখে, এখনই এজাতীয় অপচেষ্টার ইতি ঘটাতে না পারলে এ অঞ্চলে দেশী প্রজাতির মাছের অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন হবে।। আর এজন্য স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের লোকবল – এরকম অংশীজনের সমন্বয়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন।
আলোচনা শেষে সফল মৎস্য চাষীদেরকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে পুরষ্কৃত করা হয়।।
Be the first to comment