বড় জয়ে এশিয়া কাপের সেমির পথে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের নারী এশিয়া কাপ মিশন। তবে পরের দুই ম্যাচে থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত করে ফেলেছে নিগার সুলতানার দল। আগের ম্যাচে থাইল্যান্ডকে হারানোর পর আজ বুধবার (২৭ জুলাই) মালয়েশিয়াকে উড়িয়ে দিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। মালয়েশিয়ার বিপক্ষে ১১৪ রানের বড় জয়ে সম্ভাব্য সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। রাতে শ্রীলঙ্কাকে অবিশ্বাস্য বড় ব্যবধানে থাইল্যান্ড হারালেই কেবল বাংলাদেশ বাদ পড়বে!

ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। মোর্শেদা খাতুনের ক্যারিয়ার সেরা ইনিংসে ভর করে টি-টোয়েন্টিতে বাংলাদেশ পেয়েছে বড় সংগ্রহ।

টস জিতে ব্যাট করতে নেমে ১৯১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। জবাবে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৮ উইকেটে ৭৭ রানে থেমে যায় মালয়েশিয়ার ইনিংস। দলটির হয়ে সর্বোচ্চ ২০ রানের ইনিংস খেলেছেন এলসা হান্টার। এর বাইরে উন জুলিয়া (১১) ও মাহিরা ইজ্জাতি (১৫) কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন।

প্রায় ১৩ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা জাহানারা বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। ৪ ওভার বোলিং করে ২০ রান খরচায় তুলে নিয়েছেন একটি উইকেট। তবে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন নাহিদা আক্তার। এছাড়া সাবেকুন নাহার জেসমিন, রাবেয়া আক্তার, রিতু মনি ও স্বর্ণা আক্তার একটি করে উইকেট নিয়েছেন।

শুরুতে টস জিতে দারুণ ব্যাটিং করেছে বাংলাদেশ। ওপেনিং জুটিতে দিলারা খাতুন ও মোর্শেদা আক্তার মিলে তুলে ফেলেন ৬৫ রান। দিলারা ২০ বলে ৩৩ রান করে আউট হলেও মোর্শেদা নিজের আক্রমণ চালিয়ে গেছেন। শেষ পর্যন্ত সেঞ্চুরি মিস করা মোর্শেদা ৫৯ বলে ৮০ রানের ইনিংস খেলেছেন। গত ম্যাচেও মোর্শেদা খেলেছেন ৫৫ বলে ৫০ রানের ইনিংস। আজ তার ব্যাট থেকে এসেছে ১০টি চার ও ১টি ছক্কা। বাংলাদেশের বড় সংগ্রহের পেছনে জ্যোতিরও ৬২ রানের অবদান আছে। ৩৭ বলে তিনি ইনিংসটি সাজান ৫টি চার ও ২টি ছক্কায়। ১৯১ রানের ইনিংসটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ২০১৯ সালে নেপালের পোখারায় ২৫৫ রান করেছিলেন তারা। যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

মালয়েশিয়ার হয়ে দুটি উইকেট শিকার করেছেন মাহিরা ইজ্জাতি ইসমাইল ও এলসা হান্টার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*