সাখাওয়াত হোসেন সুমন জয়নগর দারুল উলুম দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত

এ.কে.এম মাসুদ রানা, আঞ্চলিক প্রতিনিধিঃ নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর দারুল উলুম দাখিল মাদ্রাসার নিয়মিত ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের লক্ষ্যে নবনির্বাচিত সদস্যদের এক সভা মাদ্রাসা অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা পরিসংখ্যান অফিসার ও প্রিজাইডিং অফিসার স্বপন চন্দ্র সরদার। সভায় উপস্থিত মাদ্রাসার নবনির্বাচিত সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে অত্র এলাকার কৃতি সন্তান শিক্ষানুরাগী, সমাজ সেবক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাখাওয়াত হোসেন সুমন সভাপতি নির্বাচিত হয়েছেন। উক্ত মাদ্রাসার নবনির্বাচিত ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যরা হলেন, সাধারণ অভিভাবক সদস্য ( দাখিল) নূরুল ইসলাম, মোঃ সালাহ উদ্দিন, মোঃ হারুন মিয়া, সাধারণ অভিভাবক সদস্য ( এবতেদায়ী স্তর) মোঃ আবুল হোসেন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য শিউলি বেগম, সাধারণ শিক্ষক সংরক্ষিত মহিলা সদস্য পাপিয়া আক্তার, সাধারণ শিক্ষক প্রতিনিধি সদস্য মোহাম্মদ রবিউল্লাহ, সাধারণ শিক্ষক সদস্য ( এবতেদায়ী স্তর ) সেলিনা জাহান, কমিটির সদস্য সচিব মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা জসিম উদ্দিন। নবনির্বাচিত কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার পূর্বে মাদ্রাসা অফিস কক্ষেই উক্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিগত ১২ বছর সভাপতির দ্বায়িত্বে থাকা হাজ্বী মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে এলাকার সুধীজন ও অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভাতেও মাদ্রাসার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সভাপতি পদে মোঃ সাখাওয়াত হোসেন সুমনকে সমর্থন করেন। সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি ও জয়নগর আলহাজ্ব আফছার উদ্দিন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, জয়নগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও জয়নগর ডিগ্রি কলেজের শিক্ষানুরাগী সদস্য মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন, যুবলীগ নেতা ও জয়নগর ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য মোঃ জহিরুল হক ( রুবেল) খন্দকার, ৮ নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য মোঃ কফিল উদ্দিন, মাদ্রাসার সাবেক সদস্য মোঃ রিয়াজ উদ্দিনসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*