অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রতিটি অনুষ্ঠানে নিত্য নতুন পোশাক ও নতুন ধরনের সাজে ধরা দিয়েছেন সারা আলি খান। তার বেশকিছু লুক অনেকের কাছেই বেশ প্রশংসিত হয়েছে। কিন্তু ‘শুভ আশীর্বাদ’এর অনুষ্ঠানে মস্ত বড় এক ভুল করে বসলেন এই অভিনেত্রী।

আম্বানিদের বিয়ে মানেই চোখ ধাঁধানো সব দামি দামি পোশাকে সজ্জিত সব দামি দামি তারকাব্যক্তিত্বদের সরব উপস্থিতি। গয়না প্রদর্শনের মধ্যে যেমন মুঘল আমলের গয়না কিংবা হীরা, মুক্তা, স্বর্ণ খচিত গয়না ইত্যাদি। পোশাকের ক্ষেত্রেও তেমনই কেউ পরেছেন সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়ি, আবার কারও পরনে ছিলো তরুণ তহেলিয়ানির লেহেঙ্গা।

এমনই সব খ্যাতনামা পোশাক শিল্পীদের মধ্যে সারা আলী খান পাকিস্তানের পোশাকশিল্পীকে বেছে নিয়েছিলেন। পাকিস্তানি শিল্পী ইকবাল হুসেইনের পোশাকে সজ্জিত সারা সেই ছবি তার ইনস্টাগ্রামেও শেয়ার করেন। বলিউড অভিনেত্রী ছবিতে কেশসজ্জা শিল্পী, চিত্রগ্রাহক, মেকআপ শিল্পী সবার নাম উল্লেখ করলেও পোশাক শিল্পী ইকবাল’এর নাম উল্লেখা করেননি। বিপত্তি বাধে এখানেই! তাই পাকিস্তানে এখন সারা আলিকে নিয়ে উঠেছে নিন্দার ঝড়।

একজন লিখেছেন, ‘শিল্পীকে তার শিল্পের সম্মানটা দেওয়া উচিত, সে তিনি যে দেশেরই হোন না কেন।’ আরেকজন লেখেন, ‘যার নকশা করা পোশাক পরেছেন সেই শিল্পীর নামই জানেন না।’ সারার বিরুদ্ধে পাকিস্তানি নেটিজেনদের এমন অভিযোগ উঠলেও পাকিস্তানি পোশাকশিল্পী ইকবাল এখনো এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*