সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে এবং আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে উত্তাল রাজধানী ঢাকা।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকেই সড়কে নামতে শুরু করেন বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাদের কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
অপর দিকে, বিভিন্ন স্থানে পাল্টা কর্মসূচিতে মাঠে নেমেছে ছাত্রলীগ। ফলে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
রাজধানীর উত্তরার জসীমউদ্দিন মোড়, কুড়িল বিশ্বরোড, বসুন্ধরা আবাসিক এলাকা, নতুন বাজার, মেরুল বাড্ডা, বনানী, গাবতলী, মিরপুর রোড, সায়েন্সল্যাব, ধানমন্ডি ২৭ নম্বর, গাবতলী-মোহাম্মদপুর বেড়িবাঁধ, মহাখালী-বনানী, শনিরআখড়া ও সাভারের বিরুলিয়াসহ বিভিন্ন পয়েন্টে কোটা সংস্কার আন্দোলনকারীরা সড়ক অবরোধ করেছেন।
Be the first to comment