প্রতি সপ্তাহেই পেঁয়াজের দাম ১০ থেকে ২০ টাকা করে বেড়েই চলছে। আগের দুই সপ্তাহে ১০ টাকা করে বাড়লেও চলতি সপ্তাহে দেশি পেঁয়াজের দাম একলাফে বেড়েছে ২০ টাকা। খোদ বিক্রেতারাই বলছেন, এই দাম বৃদ্ধির পেছনে সিন্ডিকেট কাজ করছে। পেঁয়াজের দাম এই মুহূর্তে কমার কোনও সম্ভাবনাও নেই, বরং আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন তারা।
এদিকে বাজারে সব ধরনের সবজির দামেও ঊর্ধ্বগতি। সবজির দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে রয়েছে বিক্রেতারা দেখাচ্ছেন সেই বৃষ্টির অজুহাত। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের দাম বৃদ্ধিতে প্রতিনিয়তই চাপ বাড়ছে সাধারণ মানুষের ওপর। বাজার করতে আসা ক্রেতারা নিত্যকার মতো অসন্তোষ প্রকাশ করছেন। শুক্রবার (১২ জুলাই) রাজধানীর মিরপুর-১ নম্বরে কাঁচাবাজার ঘুরে দেখা গেলো বাজারের এমন চিত্র।
Be the first to comment