গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন সদর থানা পুলিশ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমানের নেতৃত্বে শনিবার (২৫ নভেম্বর) গোপালগঞ্জ সদর থানাধীন সাহাপুর ও করপাড়া ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন গোপালগঞ্জ সদর থানা পুলিশ। অফিসার ইনচার্জ বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনকালে ভোট কেন্দ্রসমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। ভোট কেন্দ্র পরিদর্শন শেষে অফিসার ইনচার্জ করপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান (সোনামিয়া) ও মেম্বারদের উপস্থিতিতে চৌকিদার-দফাদারদের সাথে মতবিনিময় করেন। অফিসার ইনচার্জ ভোট কেন্দ্র সমূহে নিয়মিতভাবে পাহারা দেওয়া সহ ভোট কেন্দ্র সমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এসময় অফিসার ইনচার্জ মাদক নিয়ন্ত্রণ সহ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ জানান।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অন্যান্য অফিসারগণ কাজুলিয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। ভোট কেন্দ্র পরিদর্শন শেষে অফিসার ইনচার্জ কাজুলিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউপি চেয়ারম্যান আইয়ূব আলী ও মেম্বারদের উপস্থিতিতে চৌকিদার-দফাদারদের সাথে ভোট কেন্দ্র সমূহে নিয়মিতভাবে পাহারা সহ ভোট কেন্দ্র সমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সকলের সহযোগিতা চেয়ে মত বিনিময় সভা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*