গোপালগঞ্জে প্রকৌশলী ওবায়দুর রহমানের অকাল মৃত্যুতে এলজিইডির শোক প্রকাশ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জ সদর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী ওবায়দুর রহমানের অকাল মৃত্যুতে গোপালগঞ্জ এলজিইডি’র পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক ৮:০০ ঘটিকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজিউন) মৃত্যুকালে মরহুমের বয়স ছিলো ৪৪ বছর। কর্মজীবনে তিনি একজন সৎ, সুদক্ষ, সদালাপী, কর্মনিষ্ঠ ও বিনয়ী কর্মকর্তা হিসেবে বেশ পরিচিত ছিলেন। পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন। তার অকাল মৃত্যুতে এলজিইডি গোপালগঞ্জ পরিবার গভীরভাবে শোকাহত। মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন গোপালগঞ্জ এলজিইডি পরিবার।